১৯১৪ সালে “ফেনী ইনস্টিটিউশন” নামে যাত্রা শুরু করে যে বিদ্যাপীঠ, সময়ের পথ পরিক্রমায় তা রূপ নেয় গিরিশ-অক্ষয় একাডেমিতে—প্রতিষ্ঠাতা গিরিশচন্দ্র মালাকার ও অক্ষয় কুমার মজুমদারের স্মৃতিকে ধারণ করে। শতবর্ষের বেশি সময় ধরে আলো ছড়ানো এ বিদ্যালয় শুধু শিক্ষার নয়, মমতার এক জীবন্ত প্রতীক।
আমরা এসএসএসি ১৯৩৩-২০২৫ ব্যাচ ফিরছি সেই প্রিয় আঙিনায়—বন্ধন জাগাতে, স্মৃতি ছুঁয়ে দেখতে, আর নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের গল্পগুলো।
আসুন, আগামী ৪ অক্টোবর, ২০২৫ (04-10-2025) পুনর্মিলনীতে মিলে গড়ি নতুন ইতিহাস!